রংপুরে চলমান তীব্র শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড শীতের কারণে গত তিন দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিন (১–৩ জানুয়ারি) সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ১ হাজার ৪২১ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে অধিকাংশই শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর, ঠান্ডাজনিত জটিলতা এবং বয়স্ক ও শিশু রোগী।
চিকিৎসকদের মতে, তীব্র শীতের সঙ্গে কুয়াশা এবং দীর্ঘ সময় সূর্যের দেখা না পাওয়ায় শীতজনিত রোগ দ্রুত বাড়ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
রংপুর বিভাগে শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অবস্থায় চিকিৎসকরা প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া, গরম কাপড় ব্যবহার এবং শীতজনিত উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন
ডেস্ক রিপোর্ট : 
















