মেরিনার্স স্পোর্টস কমিউনিটির আয়োজনে ব্যাচভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ গত শুক্রবার রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরের মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই শতাধিক খেলোয়াড়, সমর্থক এবং মেরিন কমিউনিটির সিনিয়র সদস্যদের উপস্থিতিতে পুরো মাঠে এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
খেলাকে ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা, উৎসাহ এবং ভ্রাতৃত্বের সেতুবন্ধন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা মেরিন কমিউনিটির ঐক্য ও বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাদের ভাষ্য “এ ধরনের আয়োজন মেরিনারদের পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং একটি সুস্থ, সুন্দর কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
খেলোয়াড়দের উৎসাহ দিতে স্পন্সর হিসেবে মেরিন কমিউনিটির সুপরিচিত রয়েল মেরিন শপ ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরষ্কার সহ দুই দলের খেলোয়াড়দের জন্য বিশেষ ক্যাপ স্পন্সর করে।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়,
“আমরা দীর্ঘদিন ধরে মেরিন কমিউনিটির সঙ্গে কাজ করছি। এমন আনন্দঘন ক্রীড়া আয়োজনে অংশ নিতে পেরে গর্বিত। আমরা চাই মেরিনারদের নিয়ে এ ধরনের খেলার আয়োজন আরও বাড়ুক।”
উদ্বোধনী ম্যাচে ৪৯তম ব্যাচ চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
প্রধান আয়োজক বাংলাদেশ মেরিন একাডেমি ৫১ ব্যাচের এক্স-ক্যাডেট আরেফিন প্রিন্স জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যা মেরিন কমিউনিটির সম্পর্ককে আরও দৃঢ় করবে।
স্টাফ রিপোর্টার 
















