শেরপুর সরকারি কলেজের আয়োজনে শুরু হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের ৬ষ্ঠ আন্তঃকলেজ খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতা–২০২৫। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার পর্দা ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যাপক এ.কে.এম আলিফ উল্লাহ আহসান। তিনি বলেন, “পাঠ্যপুস্তকের বাইরে খেলাধুলা শিক্ষার্থীদের মনন, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জ্ঞান ও নৈতিকতার পাশাপাশি সুস্থ দেহ গঠনেও ক্রীড়ার অবদান অপরিসীম। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে বড় ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ।
তিনি বলেন, “যুবসমাজকে সঠিক পথে পরিচালনা করতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। মাদক, সাইবার অপব্যবহারসহ বিভিন্ন ঝুঁকি থেকে তরুণদের দূরে রাখতে মাঠমুখী কার্যক্রম অত্যন্ত কার্যকর। আমরা চাই শিক্ষার্থীরা সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের দক্ষতা ও সম্ভাবনা প্রকাশ করুক।”
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক ও ক্রীড়া পরিচালনা কমিটি–২০২৫ এর আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন।
উদ্বোধনী দিনে অ্যাথলেটিক্স দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। সপ্তাহব্যাপী এ আয়োজনে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল ও হ্যান্ডবলসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর ২০২৫ তারিখে পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপ্তি হবে।
স্টাফ রিপোর্টার 
















